পূর্ব বাংলার প্রথম গভর্নর কে?
                        
        নোট
পূর্ব বাংলার প্রথম গভর্নর ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন।
স্যার ফ্রেডেরিক চালমার্স বোর্ন ছিলেন ব্রিটিশ ভারতের একজন ইংরেজ প্রশাসক। ১৯৪৭ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতে দায়িত্বপালন করেছেন। পাকিস্তানের স্বাধীনতার পর ১৯৫০ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অধিরাজ্যে গভর্নরের দায়িত্বপালন করেন।
