পুরুষ মানুষের ক্ষেত্রে নামের প্রথমে ‘আবু’ এবং মহিলাদের ক্ষেত্রে নামের প্রথমে ‘উম্ম’ যোগ করে যে-নাম রাখা হয় তাকে কি বলে?
নোট
পুরুষ মানুষের ক্ষেত্রে নামের প্রথমে 'আবু' এবং মহিলাদের ক্ষেত্রে নামের প্রথমে 'উম্ম' যোগ করে যে-নাম রাখা হয়, তাকে "কুনিয়াত" বা উপনাম বলে।
যেমন কারও ছেলের নাম মুয়ায হলে তার পিতাকে আবু মুয়ায বলে ডাকা, আর মাকে উম্মে মুয়ায বলে ডাকা। অথবা মেয়ের নাম সালমা হলে তার পিতাকে আবু সালমা উপনামে ডাকা, আর তার মাকে উম্মে সালমা উপনামে ডাকা।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-১৬৫।