পুনা চুক্তি হয় কত সালে?
নোট
পুনা চুক্তি হয় ১৯৩২ সালে।
সরকারের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘােষণার পরিপ্রেক্ষিতে দলিত নেতা ড. বি. আর. আম্বেদকর ও গান্ধিজির মধ্যে আলােচনার পর উভয়ের মধ্যে পুনা চুক্তি (২৪ সেপ্টেম্বর, ১৯৩২ খ্রি.) স্বাক্ষরিত হয়।