পিট-এর ভারত আইন কত সালে প্রণীত হয়?
নোট
পিট-এর ভারত আইন ১৭৮৪ সালে প্রণীত হয়।
পিট-এর ভারত আইন, ১৭৮৪ রেগুলেটিং অ্যাক্ট প্রয়োগের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রণীত সংসদীয় আইন। রেগুলেটিং অ্যাক্টএর দুটি প্রধান লক্ষ্য ছিল। প্রথমটি হলো শুরু থেকেই ব্রিটিশ প্রশাসনিক নীতি অনুযায়ী নতুন রাজ্য পরিচালনা করার আদর্শ নির্ধারণ এবং অপরটি ছিল বাংলায় কোম্পানির কর্মচারিদের লাগামহীন দুর্নীতি দূর করা। কিন্তু উদ্দেশ্য সাধনে আইনটির প্রয়োগ অকার্যকর প্রমাণিত হয়।