পাহাড়পুর বৌদ্ধবিহার কে নির্মান করেন?
নোট
পাহাড়পুর বৌদ্ধবিহার যা সোমপুর বিহার নামেও পরিচিত। বর্তমানে এটি একটি প্রাচীন বৌদ্ধবিহার। অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের শুরুর দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বিহারটি নির্মান করেছিলেন। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত।