পাতি সরালী পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
পাতি সরালী পাখির বৈজ্ঞানিক নাম হল, Dendrocygna javanica। পাতি সরালি, ছোট সরালি, সরালি বা গেছো হাঁস Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Dendrocygna গণের অন্তর্ভুক্ত সুলভ এক প্রজাতির হাঁস। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। পাতি সরালির বৈজ্ঞানিক নামের অর্থ "জাভার বৃক্ষবাসী হাঁস" । সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৫৬ লক্ষ ৭০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।