পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট?
নোট
ধারে বিক্রীত পণ্য কোনো কারণে বিক্রেতার নিকট ফেরত আসলে উক্ত পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে বিক্রেতা যে চিঠি ক্রেতার নিকট পাঠায় তাকে ক্রেডিট নেট বা পাওনালিপি বলা হয়। এ চিঠির মাধ্যমে ক্রেতাকে জানিয়ে দেয়া হয় যে, তার হিসাবকে উক্ত ফেরত পণ্যের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। এ থেকেই বোঝা যায় পাওনালিপি বিক্রেতা ক্রেতার নিকট প্রেরণ করে থাকে।