পর্বতগাত্রের ছিদ্রে পানি প্রবেশ করলে তা কীসে পরিণত হয়?
নোট
পর্বতগাত্রের ছিদ্রে পানি প্রবেশ করলে তা বরফে পরিণত হয়।
বরফ হলো জলের কঠিন রূপ। প্রমাণ চাপে ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে জল বরফে রূপান্তরিত হয়। বরফের আপেক্ষিক গুরুত্ব জলের চেয়ে কম বলে বরফ জলে ভাসে।