পর্তুগিজদের দ্বারা প্রচলিত এদেশে কোন ফল বেশ পরিচিতি পেয়েছে?
নোট
পর্তুগিজদের দ্বারা প্রচলিত এদেশে জলপাই ফল বেশ পরিচিতি পেয়েছে।
পর্তুগিজরা বিদেশি ফল, ফুল এবং গাছের চারা নিয়ে এসেছিল যেগুলি বাঙালি সভ্যতা ও সংস্কৃতির অংশ হয়ে ওঠে। তাদের নিয়ে আসা অন্যান্য ফলের মধ্যে রয়েছে গোল আলু, কাজু বাদাম, পেঁপে, আনারস, কামরাঙ্গা, পেয়ারা,জলপাই । এসবই কৃষি-উদ্যান পালনের প্রতি তাদের আগ্রহের পরিচয় বহন করে। তাদের নিয়ে আসা এসব ফল ও আলফন্সো আম বাঙালি জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। এমনকি নানা রঙের কৃষ্ণকলির চারাও পর্তুগিজদেরই অবদান।