পরিব্রাজক হিউয়েন সাং এর গুরু কে ছিলেন?
নোট
হিউয়েন সাঙ (বা হিউয়েন-সাং) ছিলেন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক এবং অনুবাদক। তিনি চীন এবং ভারতের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ধারণামতে ৬৩০ খ্রিষ্টাব্দের কোন এক সময়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। শীলভদ্র বৌদ্ধশাস্ত্রের একজন বিদগ্ধ ব্যক্তি ও দার্শনিক ছিলেন। তিনি নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। শীলভদ্র বিখ্যাত চীনের পর্যটক ও সন্ন্যাসী হিউয়েন সাঙের শিক্ষক ছিলেন।