মি. রবি একজন ব্যবসায়ী। ২০০৪ সালের ১৭ই মার্চ তারিখে তার গুদামে রক্ষিত মজুদ পণ্যে আগুন লেগে যায় এবং সকল পণ্যই পুড়ে ছাই হয়ে যায়, কোন পণ্যই অবশিষ্ট ছিল না। বিগত ২০০৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে তার মজুদ পণ্যের ক্রয় মূল্য ছিল ১৯,৫০০ টাকা। তখন হতে ২০০৪ সালের ১৭ই মার্চ পর্যন্ত ক্রয়ের পরিমাণ ছিল ৬৮,৭০০ টাকা। উক্ত সময়ে বিক্রয়ের পরিমাণ ৯৬,০০০ টাকা। শতকরা ২০ টাকা হারে মুনাফা করা হয় সকল বিক্রয়ের উপর।

ক্রয় মূল্যে অগ্নিভস্মিভুত পণ্যের মূল্য কত টাকা?