নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণের কোনো স্থানের কৌণিক দুরত্ব কে কী বলে?
নোট
নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণের কোনো স্থানের কৌণিক দুরত্বকে বলে অক্ষরেখা।
পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। এ অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে।