নারায়ণগঞ্জ আদমজী পাটকলটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
নোট
নারায়ণগঞ্জ আদমজী পাটকলটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়?
আদমজী জুট মিল্স ছিল একটি পাটকল। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে অবস্থিত এই কারখানাটি পৃথিবীর বৃহত্তম পাটকল হওয়ায় বিখ্যাত ছিল। আদমজী জুট মিল্স তদানীন্তন পূর্ব পাকিস্তানের ২য় পাটকল (প্রথমটি হল বাওয়া পাট কল)। পূর্ব পাকিস্তান (বর্তমানের বাংলাদেশ) এর উন্নতমানের পাট ব্যবহার করে আদমজী পাটকলে বিভিন্ন পাটজাত দ্রব্য প্রস্তুত করা হতো।