নবাব সিরাজউদ্দৌলা কত সালে বাংলা বিহার-উড়িষার রাজা হন?
নোট
নবাব সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালে বাংলা বিহার-উড়িষার রাজা হন।
নবাব সিরাজউদ্দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজউদ্দৌলা (১৭৩২–১৭৫৭) বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব।বাংলার ইতিহাসের একটি প্রতিমূর্তি।পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ১৯০ বছরের ইংরেজ শাসনের সূচনা হয়।সিরাজউদ্দৌলা তাঁর নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তাঁর সেনাপতি মীরজাফর, রায়দুর্লভ, বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন।