নবাব কলকাতা রক্ষার দায়িত্ব কোন সেনাপতির ওপর দেওয়া অধিক যুক্তিযুক্ত মনে করেন?
নোট
নবাব কলকাতা রক্ষার দায়িত্ব মানিকচাঁদ সেনাপতির ওপর দেওয়া অধিক যুক্তিযুক্ত মনে করেন।
পলাশির যুদ্ধে সিরাজের একজন অন্যতম সেনাপতি ছিলেন মানিকচাঁদ৷ সিরাজও মানিকচাঁদকে এতটাই নির্ভর করতেন যে ১৭৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন অবাধ্য ইংরেজদের হারিয়ে কলকাতা দখল করে তিনি মানিকচাঁদকে কলকাতার ভার দিয়ে মুর্শিদাবাদ ফিরে গেলেন৷ ইতিমধ্যেই যখন মানিকচাঁদ কলকাতার শাসক হলেন , তিনি ডায়মন্ড হারবার রোডে বেহালা অঞ্চলে একটি পরিখা -ঘেরা দুর্গের মতো বাগানবাড়িতে তাঁর শাসনকেন্দ্র তথা আবাস গড়লেন৷