নবাবি পাওয়ার ব্যপারে মীর জাফর কার সাথে গোপন চুক্তি করেন?
নোট
নবাবি পাওয়ার ব্যপারে মীর লর্ড ক্লাইভের কার সাথে গোপন চুক্তি করেন।
মীর জাফর-ক্লাইভের এই গোপন চুক্তি ছিল, বৃটিশ বেনিয়াদের কাছে বাংলার সিপাহসালারের নিঃশর্ত আত্মসমর্পন, শর্তহীন দাসখত। বাংলার স্বাধীনতা -সার্বভৌমত্বকে বৃটিশের পদতলে নিবেদন। আলোচনা ক্রমে সাব্যস্ত হয়েছিল বৃটিশের স্বার্থ বিরোধী সিরাজকে সিংহাসন থেকে হটিয়ে ইংরেজবান্ধব সিপাহসালার মীর জাফর আলী খানকে সিংহাসনে বসানো হবে এবং বৃটিশ বেনিয়া কোম্পানি এবং কোম্পানির দাসানুদাস মীর জাফর-রাজবল্লভ-জগৎশেঠ-চক্র মিলে মজাছে রাজ্য শাসন ও বাণিজ্য করবেন।