নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য বিশদ আয় বিবরণীর দফাগুলোকে কী হিসেবে বিবেচনা করা হয়?
নোট
নগদপ্রবাহ বিবরণী এক প্রকার হিসাব প্রতিবেদন যাতে কোন ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ অর্থের অন্তর- ও বহির-প্রবাহ প্রদর্শন করা হয়ে থাকে। এটি আয় বিবরণী এবং উদ্বৃত্তপত্রের হিসাবে অর্থের আগমন ও বহির্গমন ও কিভাবে হয়েছে এবং প্রতষ্ঠানে বর্তমানে তারল্যের অবস্থা প্রকাশ করে। আর নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য বিশদ আয় বিবরণীর দফাগুলোকে প্রাপ্য প্রদেয় ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।