নোট
কারবারের প্রধান রাজস্ব উংপন্নকারী কার্যাবলী হলো পরিচালনা সংক্তান্ত কার্যাবলী । বিনিয়োগ ও অর্থ সংস্থান কার্যাবলী বর্হির্ভূত অন্যান্য কার্যবলীও পরিচালনা কার্যাবলীর আওতাভুক্ত।
সম্পতি বিক্রয়ে লাভ বা ক্ষতি হলে তাকে নীট আয় নির্ণয়ে ধরা হলেও তাকে পরিচালনা সংক্তান্ত কার্যাবলী থেকে নগদ আগমন বা বহির্গমন বলা যাবে না। এধরনের কার্যবলী থেকে নগদ আগমন বা বহির্গমনকে বিনিয়োগ সংক্তান্ত কার্যবলী হিসেবে ধরা হবে।আবার ব্যবসায়িক উদ্দেশে সিকিউরিটিজ কেনাবেচার কাজকেও পরিচালনা সংক্তান্ত কার্যাবলী হিসেবে বিবেচনা করা হয়।যদিও সুদ এবং লভ্যাশ প্রাপ্তি আইনত বিনিয়াগ কার্যবলী বা অর্থায়ন কার্যবলীর আওতায় পড়ে তথাপিও এদেরকে FASB এর সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা সংক্তান্ত কার্যাবলী এর আওতাভুক্ত করতে হবে। কিন্তু সুদ এবং লভ্যাংশ প্রদানকে অর্থসংস্থান সংক্তান্ত কার্যবলী এর আওতাভুক্তকরতে হবে।
সুতরাং, নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলিতে নিট আয়ের সাথে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সমন্বয় করা হয়।