নগদ উত্তোলনের ফলে কোনটি হ্রাস পায়?
নোট
হিসাব সমীকরনটি হল, A=L+OE। নগদ উত্তোলনের ফলে এই হিসাবসমীকরনে A এবং OE এর উপর প্রভাব পড়বে। কারন, নগদ উত্তোলনের ফলে সম্পদের পরিমান হ্রাস পায় এবং এর সাথে সাথে মালিকানা স্বত্বেরও পরিমান হ্রাস পায়। তাই নগদ উত্তোলনের ফলে হিসাব সমীকরনে সম্পদ ও মালিকা্না স্বত্ব এর উপর প্রভাব পড়ে।