নওয়াজিস খান কোথাকার শাসনকর্তা ছিলেন?
নোট
নওয়াজিস খান ঢাকার শাসনকর্তা ছিলেন।
নওয়াজিস খান তার বাবা হাজি আহমেদ ও চাচা আলীবর্দি খানের সাথে মুঘল সাম্রাজ্যের বাংলা সুবাহয়(বাংলা প্রদেশ) আসেন।তিনি ওড়িশার নায়েব নাজিম সুজাউদ্দিন খানের অধীনে কাজ করা শুরু করেন।সুজাউদ্দিন খান নবাব হলে তিনি মুর্শিদাবাদ শুল্ক বিভাগ তত্ত্বাবধায়কের দায়িত্বে কাজ করেন।তিনি আলীবর্দি খানের বড় মেয়ে মেহেরুন্নেসাকে (ঘসেটি বেগম) বিয়ে করেন।আলীবর্দি খান নবাব হলে তিনি খাস-সম্পত্তির দেওয়ান ও ঢাকার নায়েব নাজিম হিসেবে নিযুক্ত হন।