দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে কোন বিষয়ে ক্ষমতার সীমাবদ্ধতা ছিল?
নোট
দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে বিচার ও প্রশাসন বিষয়ে ক্ষমতার সীমাবদ্ধতা ছিল।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। অপরদিকে নবাব নিজামত ( শান্তি শৃঙ্খলা ও ফৌজদারি মামলার দায়িত্ব ) লাভ করেন। বাংলার শাসনে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে ইংরেজরা। নবাব হন নামমাত্র শাসক।একই অঞ্চলে একই সাথে দুই ধরনের শাসঙ্কাঠামোকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে।