নোট
দ্বৈত শাসনব্যবস্থার ফলে কোম্পানীর কাছে রাজস্ব আদায়ের কোন দায়িত্ব আসে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। অপরদিকে নবাব নিজামত (শান্তিশৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি মামলার দায়িত্ব) লাভ করেন। মােগল আমলে সরকারি ক্ষমতা দু-ভাগে বিভক্ত ছিল, যথা—দেওয়ানি (রাজস্ব আদায় ও দেওয়ানি মামলা) ও নিজামত (শান্তিশৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি মামলার দায়িত্ব)। ১৭৬৫ খ্রিস্টাব্দে কোম্পানিকে দেওয়ানি প্রদানের মাধ্যমে স্থির হয় বাংলায় মােগল বাদশাহের দেওয়ানের দায়িত্ব পালন করবে কোম্পানি আর নবাবের হাতে থাকবে নিজামত-এর দায়িত্ব। প্রসঙ্গত উল্লেখ্য যে কোম্পানি মনােনীত রেজা খানের হাতে কোম্পানি দেওয়ানি ও নবাব নিজামত-এর দায়িত্ব অর্পণ করেন। বাংলার শাসনে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কোম্পানি, নবাব হন নামমাত্র শাসক। এই অঞ্চলে একই সাথে এই দুই ধরনের শাসনকাঠামােকে দ্বৈত শাসন বা 'Dual system of administration' বলা হয়। দ্বৈত শাসন প্রবর্তনের মাধ্যমে কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব।