দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis। দোয়েল প্যাসেরিফরম বর্গের অন্তর্গত একটি পাখি। ইংরেজিতে এটি Oriental magpie-robin নামে পরিচিত। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। নাতিশীতোষ্ণ দক্ষিণ এশিয়ায় মূলত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীনের দক্ষিণাঞ্চল ও ফিলিপাইনে এদের পাওয়া যায়।