দেশের রপ্তানি পন্যের ওপর আরোপকৃত করের নাম কি?
নোট
রপ্তানি শুল্ক (ইংরেজিতেঃ Export Duty) আন্তর্জাতিক বানিজ্যের সাথে সম্পর্কিত। একটি দেশের রপ্তানি পন্যের ওপর আরোপকৃত করের নাম হল, রপ্তানি শুল্ক। অধিকাংশ ক্ষেত্রে রপ্তানি চালনের মুল্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট হারে যে শুল্ক আদায় করা হয় তাকে মূল্যভিত্তিক শুল্ক বলে। অপরদিকে কোনো কোনো পন্যের ক্ষেত্রে পরিমাণভিত্তিক শুল্ক আদায় করা হয়ে থাকে। বাংলাদেশের মত দেশের সামগ্রিক কর কাঠামোতে রপ্তানি শুল্কের গুরুত্ব নগন্য। দেশের রপ্তানি প্রবৃদ্ধির জন্য অধিকাংশ রপ্তানি পন্যের ওপর আরোপনীয় রপ্তানি শুল্ক মওকুফ করা হয়ে থাকে।