দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
নোট
যে সকল লেনদেন অন্য কোনো প্রাথমিক বা সহকারী বইতে লিপিবদ্ধ করা যায় না শুধু সে সকল বিশেষ প্রকৃতির লেনদেনসমূহ হিসাবের যে প্রাথমিক বইতে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা যায় তাকে প্রকৃত জাবেদা বলা হয়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রকৃত জাবেদায় সাধারণত প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, সংশোধন দাখিলা ইত্যাদি লিপিবদ্ধ করা হয়।
*দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেনটি প্রকৃত জাবেদা বইতে লিখতে হবে। কারন, এই লেনদেনটি অন্য কোনো প্রাথমিক বা সহকারী বইতে লিপিবদ্ধ করা যায় না আর তাই এটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে।