দুর্গ নির্মান বন্ধের আদেশ দিলে কারা সিরাজের আদেশ মান্য করে?
নোট
দুর্গ নির্মান বন্ধের আদেশ দিলে ফরাসিরা সিরাজের আদেশ মান্য করে।
ফরাসি ভারত হচ্ছে ভারতীয় উপমহাদেশে ফরাসিদের ঔপনিবেশিকতার দরুন দখলকৃত এলাকা। ভারতবর্ষের পুদুচেরি (বর্তমান পডুচেরি), কারাইকাল, ইয়ানায়ন (বর্তমান ইয়ানাম), মালাবার উপকূলের মাহে এবং বাংলাতে চন্দননগর এলাকা ফরাসি ভারত এলাকা নামে পরিচিতি ছিল।