দু’তরফা দাখিলায় মোট ক্রেডিট টাকা কী হবে?
নোট
দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু দুটি পক্ষ বিদ্যমান। একটি ডেবিট ও অপরটি ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য হল সব সময়ই ডেবিট টাকা ক্রেডিট টাকার সমান হবে। এই নীতির উপর দুতরফা দাখিলা তৈরি বলেই দু’তরফা দাখিলায় মোট ক্রেডিট টাকা মোট ডেবিট টাকার সমান হবে।