দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
নোট
দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে দোয়াব।
দোয়াব ( হিন্দি:বউর্দু: শব্দের উৎস: ফারসি: দোআব, দো অর্থাৎ দুই + আব অর্থাৎ, জল বা নদী থেকে) হল ভারত ও পাকিস্তানে ব্যবহৃত একটি শব্দ, যার অর্থ 'জিহ্বা' বা দুটি নদীর সংযোগস্থল বা প্রবাহের মধ্যবর্তী অঞ্চল ।