থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
নোট
বাত হল, থাইল্যান্ডের প্রচলিত মুদ্রা। থাইল্যান্ডের মুদ্রা বাত এর প্রতীক হল ฿ এবং ব্যাংক কোড হল THB। বাতকে ১০০ সাতাংয়ে বিভক্ত করা হয়েছে। বাতের ভগ্নাংশ 'সাতাং" যার মূল্যমান ฿১ এর একশত ভাগের ১ ভাগ। থাইল্যান্ডের 'থাইল্যান্ড কেন্দ্রীয় ব্যাংক' কর্তৃক এর মূল্যমান নিয়ন্ত্রিত করা হয়। সুইফটের তথ্য মোতাবেক ২০১৪ সালের অক্টোবর মাসে থাইল্যান্ড বিশ্বের অর্থ বিনিময়ে দশম স্থানীয় ছিল। ১৮৯৭ সালে রাজা চুলালংকর্ণ দশমিক পদ্ধতির প্রচলন করেন যাতে ১ বাত = ১০০ সাতাং হিসেবে গন্য করা হয়।