তুর্কিরা কনস্টান্টিনপল দখল করে কত সালে?
নোট
তুর্কিরা কনস্টান্টিনপল দখল করে ১৪৫৩ সালে।
কনস্টান্টিনোপল শহরটি ছিল রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, ল্যাটিন সাম্রাজ্য ও উসমানীয় সাম্রাজ্যের রাজধানী। ৩২৪ খ্রিষ্টাব্দে সম্রাট কন্সটান্টাইন এটিকে নিজ রাজধানীতে পরিণত করেণ। তার নামে এটির নামকরণ করা হয় ও ৩৩০ এর ১১ মে উৎসর্গিত হয়। ১২ শতকে এটি ইউরোপের সর্ববৃহৎ ও সর্বাপেক্ষা ধনী শহর ছিল।