তুর্কমেনিস্তান এর রাজধানীর নাম কি?
নোট
আশখাবাদ তুর্কমেনিস্তানের রাজধানী ও প্রধান শহর।
আশখাবাদ শহরটি ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয় নিকটবর্তী আশখাবাদ বসতির নামানুসারে। তুর্কমেনীয় ভাষায় আশখাবাদ শব্দের শাব্দিক অর্থ প্রিয় শহর।
এটি তুরকেমেনিস্তান ও মধ্য এশিয়ার বৃহত্তম শহর। ১৯১৯ থেকে ১৯২৭ সালে এই শহরের নাম রাখা হয়েছিল পোলতোরাস্তক। এই শহরটি কারাকুম মরুভূমি ও কোপে দাগ পর্বতের মাঝে অবস্থিত। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে আনিন্দ্য সুন্দর স্থাপনা এরতুগরুল গাজি মসজিদের অবস্থান। ১৯৯৮ সালে মসজিদটি নামাজের জন্য চালু করা হয়। সাদা মর্মর পাথরের এ স্থাপনাটি স্মরণ করিয়ে দেয় তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদের কথা।