ডোমেইন নেম কী?
নোট
ডোমেইন এমন একটি ইউনিক ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়। সাধারণ ভাবে বলা যায়, ইন্টারনেট জগতে আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার ঠিকানা ডোমেইন নেম। অর্থাৎ ওয়েব জগতে একক বা অদ্বিতীয় নাম গুলোকেই ডোমেইন নেম বলে। কিছু ডোমেইনের উদাহরণ : About.com, Yahoo.com, priyo.com, wikipedia.org ওয়েবে বিভিন্ন এক্সটেনশন যুক্ত ডোমেইন হয়ে থাকে যেমন: .Com, .Net, .Org, .Biz, .Info, .Mobi,, .In , .Asia।