ডালহৌসী ও শিখ যুদ্ধের ফলাফল কী?
নোট
ডালহৌসী ও শিখ যুদ্ধের ফলাফল হলো ব্রিটিশ সীমা আফগানিস্থান পর্যন্ত সমৃদ্ধ।
ভারতীয়দের জন্য তাদের নিজ রাজন্যবর্গের চেয়ে ব্রিটিশ শাসন অধিক হিতকর। তাঁর সম্বন্ধে এটা বলা হয়ে থাকে যে, তাঁর পূর্ববর্তী শাসকগণ যেখানে অন্যের ভূখন্ড জোর করে অধিকার করার নীতি পরিহার করে চলতেন, সেখানে ডালহৌসী বৈধভাবে সাম্রাজ্য সম্প্রসারণের মূলনীতি গ্রহণ করেন। ডালহৌসী শিখদের সাথে যুদ্ধ করে ব্রিটিশ সীমা আফগানিস্থান পর্যন্ত সমৃদ্ধ করেন।