ডালহৌসীর জন্ম কত সালে?
নোট
ডালহৌসীর জন্ম ১৮১২ সালে।
ডালহৌসী, লর্ড ১৮৪৮ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত কর্মরত ভারতের গভর্নর জেনারেল। তিনি ১৮১২ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং হ্যারো ও অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চে শিক্ষালাভ করেন। ডালহৌসীর ধ্যান-ধারণা ছিল ভারতকে পাশ্চাত্যের আদলে গড়ে তোলা এবং সম্ভবত সেজন্য তিনি ‘অনেকটা পথ অতি দ্রুত’ অতিক্রম করেছিলেন।