ডাটাবেজের প্রথম অবজেক্ট কোনটি ?
নোট
ডেটাবেজ হল পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল নিয়ে গঠিত প্রোগ্রাম।
যেখানে তথ্য সংরক্ষন করা যায় তাই ডাটাবেজ।ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। নাম, পদবি, চাকুরিতে যোগদানের তারিখ, বেতন ইত্যাদি হচ্ছে একটি ফিল্ডের উদাহরণ। কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড। অন্যভাবে বলা যায় যে, ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করেন। প্রতিটি ফিল্ডের একটি নিদিষ্ট ডেটা টাইপ থাকে।