ডাচ-ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কোন উদ্দেশ্যে?
নোট
ডাচ-ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে।
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ডাচ ভাষায় বলে 'ভিরিনিগদে অস্ট-ইন্ডিসচে কোম্পানি' বা ভিওসি। কোম্পানির আরেক নাম 'ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। কারণ নেদারল্যান্ডের সকল বড় বড় ব্যবসায়ী ও কোম্পানি ব্যবসায়িক স্বার্থে এক হয়ে একটি বড় কোম্পানি গঠন করেছিল। তাই উপরের নামগুলো আসলে একটি কোম্পানিরই ভিন্ন ভিন্ন নাম।