জোয়ার হয় কোনটির আকর্ষণে?
নোট
জোয়ার হয় চন্দ্রের আকর্ষণে।
জোয়ার ভাটা হচ্ছে প্রধানত চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফল। পৃথিবীর উপর চন্দ্র ও সূর্য উভয়েরই আকর্ষণ শক্তি কাজ করে ফলে প্রতিদিন জোয়ার ভাটা হয়। সূর্য হতে চন্দ্রের দূরত্ব কম তাই চন্দ্রের আকর্ষণ বেশি কাজ করে। তাই প্রধানত চন্দ্রের আকর্ষণের জন্য জোয়ার হয়ে থাকে।