জাহেলি-যুগে ইহুদিরা কোন কোন শহরে বসবাস করতো?
নোট
জাহেলি-যুগে ইহুদিরা বসবাস করতো খাইবার,ইয়াসরিব (মদীনা),ইয়ামেন, ওয়াদিল কুরা এবং তায়মা ইত্যাদি শহরে।
এ-ছাড়া ইয়েমেনে হিময়ারীর এক ইহুদি বাদশা বসবাস করতো। সেখানে তার বেশ কিছু অনুসারী ছিলো। খুব সম্ভবত এটা ছিলো মূসা(আঃ) আনীত ইয়াহুদি ধর্ম বিকৃতির
পূর্বে।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-৪৮।