জার্মানির মুদ্রার নাম কি?
নোট
জার্মানির মুদ্রার নাম হল, ইউরো। ইউরো (মুদ্রা প্রতীকঃ €, ব্যাংক কোডঃ EUR) হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো মুদ্রাটি ইউরোপের ২২ টি দেশে ব্যবহৃত হচ্ছে। ১৯৯৯ সালে ইউরোপের ১৪ টি দেশ ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে। পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশও এই ইউরো মুদ্রাটি ব্যবহার করতে শুরু করে। ইউরো মুদ্রাটি সাত ধরণের নোট নিয়ে গঠিত। প্রতিটি নোটের আকার ও রঙ ভিন্ন। নোটের মূল্য যত বেশি এর আকার তত বড়।