মিসেস আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠানে সংঘটিত সকল লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনের ফলাফল পর্য্যবেক্ষণ করেন। তার প্রতিষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
- জানু. ১, মূলধনের উদ্বৃত্ত ১০,০০০ টাকা।
- জানু, ৪, বাকিতে ক্রয় ১৫,০০০ টাকা।
- জানু, ২০, অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা।
জানু, ৪ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করে?