জলার তিতির পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
জলার তিতির পাখির বৈজ্ঞানিক নাম হল, Francolinus gularis। জলার তিতির ফ্যাজিয়ানিডি (Phasianidae) গোত্র বা পরিবারের অন্তর্গত ফ্র্যাঙ্কোলিনাস (Francolinus) গণের এক প্রজাতির বড় তিতির। এরা দক্ষিণ এশিয়ার ভারত ও নেপালের স্থানীয় পাখি।