জমির পুষ্টি ঘাটতি রোধে কী করতে হবে?
নোট
জমির পুষ্টী ঘাটতি রোধে শস্য বহুমুখীকরণ করতে হবে।
একই খামারে বা কৃষিক্ষেতে বা জমিতে বিভিন্ন ঋতুতে বা মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার আধুনিক চাষাবাদ পদ্ধতিকে শস্য বহুমুখীকরণ বলে।