জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি?
নোট
জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হল, বেগমগঞ্জ। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪) মতে, বেগমগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা ৪,৭৬,৩২৪ জন এবং জনসংখ্যার ঘনত্ব হল, ২,০০০/বর্গ কিঃমিঃ। বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। বেগমগঞ্জ উপজেলায় দক্ষিণে নোয়াখালী সদর উপজেলা ও কবিরহাট উপজেলা, পূর্বে সেনবাগ উপজেলা, উত্তরে সোনাইমুড়ি উপজেলা, উত্তর-পশ্চিমে চাটখিল উপজেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা অবস্থিত। ১৮৯২ সালে বেগমগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে বেগমগঞ্জ উপজেলা হয়। বেগমগঞ্জ উপজেলায় ১ টি পৌরসভা এবং ১৬ টি ইউনিয়ন রয়েছে।