ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কোনটিকে?
নোট
যেসব রাষ্ট্রের ভৌগলিক পরিসরে অন্য কোন রাষ্ট্রের অংশ বিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে সেসব রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ২ টি। এগুলো হলো ইতালি ও দক্ষিণ আফ্রিকা। ইতালি এর অভ্যন্তরে সানমারিনো ও ভ্যাটিক্যান সিটি রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এর অভ্যন্তরে ল্যাসেথো দেশটি অবস্থিত।