ছাত্রদের ভাষা আন্দোলনের শেষ পরিণতি কী?
নোট
ছাত্রদের ভাষা আন্দোলনের শেষ পরিণতি গণআন্দোলনে রূপ।
১৯৪৮ সালের গোড়ার দিকে ঢাকায় ভাষা আন্দোলনের সূচনা হলেও এ আন্দোলন মার্চের মধ্যেই ঢাকার বাইরে ছড়িয়ে পড়ে। ভাষা আন্দোলন শুধু শিক্ষিত শ্রেণী নয়, বরং গোটা বাঙালি জাতির মধ্যে প্রভাব ফেলে। পরবর্তীকালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতি যত আন্দোলন করেছে, ভাষা আন্দোলন থেকে তার প্রেরণা এসেছে।