চ্যুতির ফলে সৃষ্ট উঁচু অংশকে কী বলে?
নোট
চ্যুতির ফলে সৃষ্ট উঁচু অংশকে স্তূপ পর্বত বলে।
মহীভাবক ভূ-আলােড়নের প্রভাবে কোন স্থানের দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী বা পাশ্ববর্তী অংশ ওপরের দিকে উঠে গিয়ে যে স্তূপাকৃতি পর্বত সৃষ্টি হয়, তাকে স্তূপ পর্বত বলে। সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত স্তূপ পর্বতের দুই পার্শ্ব খাড়া ঢাল বিশিষ্ট হলেও এদের মাথা বা চূড়াগুলি চ্যাপ্টা হয়ে থাকে।