চিত্রা বনমুরগি পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
চিত্রা বনমুরগি পাখির বৈজ্ঞানিক নাম হল, Galloperdix lunulata। চিত্রা বনমুরগি বা রঙিলা বনমুরগি,, হচ্ছে pheasant পরিবারের একটি পাখি। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত তবে প্রমাণিত নয়। এদের মূল আবাস গাঙ্গেয় উপত্যকার দক্ষিণে সীমাবদ্ধ।