“চক্ষুরোগ” শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
নোট
চক্ষুরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ "চক্ষুঃ + রোগ"।
পূর্বপদের শেষে যদি র্-জাত বিসর্গ থাকে ও পরপদের প্রথমে র্ থাকে, তাহলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী স্বরবর্ণটি দীর্ঘ হয়। অর্থাৎ অ-স্থানে আ, ই-স্থানে ঈ, উ-স্থানে র্ঊ হয়।