ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কেন?
নোট
ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন পুত্রকে সিংহাসনে বসানোর জন্য।
নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে, ঘসেটি বেগম চেষ্টা করছিলেন দ্বিতীয় বোন মায়মুনা বেগমের পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর। কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার ক্ষমতা আরোহণ করতে সমর্থ হন। অবশেষে, তিনি আলীবর্দী খানের সেনাপতি মীর জাফর, ব্যবসায়ী জগৎ শেঠ এবং উমিচাঁদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেন। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ইংরেজরা মীর জাফরকে নবাব বানান।