গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে?
নোট
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন ডালহৌসী।
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। দুই শতাব্দীরও অধিক সময় এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। এর সীমানা ছিল কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত। ডালহৌসী এই রোড নির্মাণ করেন। যা এখনো বিদ্যমান রয়েছে।